শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ঠাকুরগাঁওয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য নির্মিত গুচ্ছ গ্রাম পরিদর্শনে বিভাগীয় কমিশনার – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

ঠাকুরগাঁওয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর আশ্রয়ের জন্য নির্মিত গুচ্ছ গ্রাম পরিদর্শন করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার – আব্দুল ওয়াহাব ভূঁইয়া।

৪ সেপ্টেম্বর শনিবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়ায় তৃতীয় লিংগের জনগোষ্ঠীর জন্য নির্মিত উত্তরণ আশ্রয়ণ (গুচ্ছ গ্রাম) পরিদর্শন করেন – রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা।

তিনি সেখানে পৌছালে তাকে স্বাগত জানান, ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন্নাহার, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও তৃতীয় লিংগের জনগোষ্ঠী। এ সময় তিনি তাদের সমবায় সমিতি ও তাদের জন্য নেয়া উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। সেখানে তিনি বৃক্ষ রোপণ করেন এবং তাদের আবাসনের আসা যাওয়ার রাস্তা নির্মাণের সহযোগিতার আশ্বাস দেন।