শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ঘোড়াঘাটে ব্যাংক এশিয়ার আউটলেট শাখার নতুন ভবন উদ্বোধন – গ্রামীণ নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ঘোড়াঘাটে ব্যাংক এশিয়ার আউটলেট শাখার নতুন ভবন উদ্বোধন

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাংক এশিয়ার ঘোড়াঘাট আউটলেট শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঘোড়াঘাট বাজার আজাদ মোড়ে ব্যাংকের নিজস্ব ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক আমিনুল ইসলাম তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংক এশিয়ার দিনাজপুর শাখার ব্যবস্থাপক চঞ্চল চন্দ্র রায়।

অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ঘোড়াঘাট বাজার আউটলেট শাখার সিএসও সোহেল রানার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুর সাত্তার মিলন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম, ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী মন্ডল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ব্যাংক এশিয়ার রংপুর জোনের এবিডি আহসান হাবিব, দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি ঘোড়াঘাট জোনের ডিজিএম আব্দুল আলিম সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশে জনগণের দোড় গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংক এশিয়া তৃণমূলে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে। সরকার জনগণের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। এক যুগ আগে তৃণমূলে এসব সুবিধা ছিল না যা আজ সাধারণ জনগণ ঘরে বসে সকল সুবিধা ভোগ করতে পারছে।

বক্তব্য শেষে ঘোড়াঘাট আউটলেট শাখার হিসাবধারী ৩ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে অতিথিরা পুরুস্কার ও সনদপত্র তুলে দেন। শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ও মোনাজাতের মধ্য দিয়ে ব্যাংক এশিয়ার ঘোড়াঘাট বাজার আউটলেট শাখার উদ্বোধন করেন।