শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

২০৪ টপকাতে গিয়ে দক্ষিন আফ্রিকা হারের মুখে – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

২০৪ রান করলেই ওয়ানডে সিরিজ নিশ্চিত। এমন সহজ সমীকরণের ম্যাচে ব্যাটিংয়ে নেমেই বিপদে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ ওভারে মাত্র ১০২ রানে ৮ উইকেট হারিয়ে কোণঠাসা সফরকারীরা।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি স্বাগতিক শ্রীলংকা। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৩ রান করে লংকানরা।

সিরিজ জয়ে ২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। দুশমন্ত চামারার গতি আর প্রভিন জয়াবিক্রমের স্পিনে বিভ্রান্ত হয়ে ৪.১ ওভারে মাত্র ১৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা।

দলকে খেলায় ফেরানোর চেষ্টা করে যাওয়া ওপেনার জানেমান মালান ফেরেন দলীয় ৪৫ রানে। আগের ম্যাচে সেঞ্চুরি করা তরুণ এই ওপেনার এদিন ফেরেন মাত্র ১৮ রানে।

৯.১ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪৫ রান সংগ্রহ করতেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে খেলা ৪৩ মিনিট বন্ধ থাকে। বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমেই আউট হন ওয়েন মুল্ডার। তার বিদায়ে ১০.৪ ওভারে ৪৮ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত দিক্ষিন আফ্রিকার সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১০২রান।