শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

তালেবানের বন্দুকের নলের সামনে অকুতোভয় আফগান নারী – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

তালেবানের বন্দুকের নল বুকে তাক করে রাখা, সামনে দাঁড়িয়ে আছেন এক অকুতোভয় আফগান নারী- ছবিটিকে দেখা হচ্ছে তালেবান সরকারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে। তালেবানের নতুন সরকার গঠনের পর রাস্তায় নেমে আসা নারীদের বিক্ষোভে তালেবান সদস্যদের বন্দুক তোলার ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আফগানিস্তানের স্থানীয় টোলো নিউজের নারী সাংবাদিক জোহরা রাহিমি ওই ছবি টুইটারে শেয়ার করে লিখেছেন, এক অস্ত্রধারী তালেবান সদস্যের বন্দুকের মুখে দাঁড়িয়ে আছেন অকুতোভয় এক আফগান নারী।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর)একটি ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তালেবান নতুন মন্ত্রিসভার ঘোষণার দেওয়ার প্রতিবাদে কাবুলের রাস্তায় বিক্ষোভ করেন নারীসহ কয়েকশ মানুষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে তালেবান সদস্যরা। সে সময়ই ওই ভাইরাল ছবিটি তোলা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পাঞ্জশির প্রদেশে তালেবানকে সাহায্য করতে পাকিস্তানের বিমান হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। বিক্ষোভে তিনশ থেকে পাঁচশ মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে।

পাঞ্জশিরের প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ এক ভিডিও বার্তায় তালেবানের বিরুদ্ধে আফগান জনগণকে ফের সোচ্চার হওয়ার আহ্বান জানানোর পর বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন ওই প্রতিবেদনে বলা হয়েছে।