শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

করোনা বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় বন্ধ হবে শিক্ষামন্ত্রী – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পুনরায় করোনা সংক্রমণ বাড়লে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামীকাল রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা কম। তার পরও যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

কোনো শিক্ষার্থী বা তার পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে বা উপসর্গ থাকলে তাকে বিদ্যালয়ে না পাঠানোর অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

পরে দীপু মনি জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ অন্যরা উপস্থিত ছিলেন।