বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু শিক্ষার্থীদের বরণ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

প্রায় ১৮ মাস পর স্কুল-কলেজ খুলেছে। সাতক্ষীরাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

সাতক্ষীরা শহরের নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ক্লাসরুম সাজানো হয়েয়ে বেলুন ও রঙ্গীন কাগজ দিয়ে। শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানো হয়ে চকলেট ও ফুল দিয়ে। “শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে নরারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি শেখ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন। প্রধান আলোচন হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজি। এসময় আরো উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক নাজমুল লায়লা বিথী, লিপিকা রাণী, মাওলানা আক্তার হোসেন, কবির আহমেদ, শামিম পারভেজ, ফারুক হোসেন এমএম নওর, সিরাজুল ইসলাম, রাবেয়া খাতুন, সাবিনা শারমিন, শাহিনা পারভিন, নাজমা খাতুন, রোজিনা বুলি, দেবব্রত কুমার কন্ডলসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক তৈয়েবুর রহমান।

শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের প্রতিনিধি হিসেবে ডা. জতি দাশ, শাহিনুর খাতুনম ভোলা নাথ বোদ্ধ।