শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

রাবিতে রোকেয়ার ম্যুরাল ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ম্যুরাল ও রোকেয়া স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

১৪ ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল চারটায় রোকেয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোবাররা সিদ্দিকা এর সভাপতিত্বে রোকেয়া হল সম্মুখ চত্তরে এই ম্যুরাল ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন,বেগম রোকেয়া ছোটবেলা থেকে দুই ভাইবোনের সাহায্যে পিতামাতার রক্তচক্ষু ও সকল বাধা বিপত্তি অতিক্রম করে নারীজাতিকে আলোর পথ দেখিয়েছে। তিনি শুধু মুসলিম নারী জাগরণের অগ্রদূত নন বরং তিনি সমগ্র মানবতার অগ্রদূত। বেগম রোকেয়ার এই ম্যুরাল পরবর্তী প্রজন্মকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ উপচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া,উপ উপাচার্য ড. মো. সুলতান -উল – ইসলাম. কোষাধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান আল আরিফ, পদার্থবিজ্ঞান ইমেরিটার্স অধ্যাপক অরুণ কুমার বসাক, রবীন্দ্র গবেষক সনৎ কুমার সাহা,খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফায়েকুজ্জামান সহ প্রমুখ।