২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকালে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। বিকালে আটঘরিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আওয়ামী লীগের আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসেন চঞ্চল মাষ্টার এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়, দপ্তর সম্পাদক হেলাল, দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, শ্রী নিখিল কুমার শাহা, সাধারণ সম্পাদক, মোসলেম উদ্দিন, যুবলীগের সভাপতি, আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু। এসময় উপস্থিত ছিলেন , পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুল হাসান নাছিম, দেবোত্তর ইউনিয়ন ছাত্রলীগর সভাপতি, পি,এম,ইব্রাহীম খলীল, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক, সম্পাদক মুস্তাফিজুর রহমান মুরাদ, কলেজ ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি ও সম্পাদক আশরাফুলসহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৩ জুন। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে (হুমায়ুন সাহেবের বাড়ি) এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম হয় ক্ষমতাসীন দলটির। এরপর জাতি গঠনের প্রতিটি সোপানে-স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ অবদান রাখে আওয়ামী লীগ। তারা আরো বলেন, প্রতিষ্ঠার সময়ে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ নাম ধারণ করলেও ১৯৫৫ সালে এই দল ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। দলের নামকরণ করা হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। আওয়ামী লীগের নেতৃত্বে ৬৬-এর ৬ দফা, ৬৯-এর গণআন্দোলনসহ দীর্ঘ সংগ্রামের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাঙালি জাতি। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর পূর্তিতে সীমিত আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসমাগমের কর্মসূচি এড়িয়ে ডিজিটাল মাধ্যমে কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী।