শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৬ শ্রমিক নিহত – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

রাঙামাটির সাজেকের উদয়পুর ৯০ ডিগ্রি এলাকায় ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

 

 

গ্রামীন নিউজ২৪ সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

 

নিহত শ্রমিকরা সীমান্ত সড়ক নির্মাণকাজে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

 

 

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

 

 

তিনি জানান, দুর্ঘটনা এলাকাটি দুর্গম হওয়ার কারণে আহতদের সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিক কারও নাম-পরিচয় জানা যায়নি।

 

 

সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী বলেন, সীমান্ত সড়কের কাজ শেষে ড্রাম ট্রাকে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।