বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে একসঙ্গে চারজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বজ্রা ইউনিয়নের শিলমুদ গ্রামে আব্দুর রহিম সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই মার্কেটের মালিক আব্দুর রহিম, মো. ইউসুফ, মো. সুমন ও মো. জুয়েল।
স্থানীয়রা জানান, বিদ্যুতের তার ছিঁড়ে তাদের গায়ে পড়লে তারা ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।