২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে সাধারণ সম্পাদক এর প্রতিষ্ঠান মোংলার শিকারী মোড় সংলগ্ন অস্থায়ী অফিসে নারী উদ্যোক্তা সম্মেলন কেন্দ্রের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মোংলা শাখার উদ্দ্যেগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শিকারী মোড় সংলগ্ন জামে মসজিদে কোরআর খতম দেওয়া হয়।
মোংলা নারী উদ্যোক্তা সম্মিলন কেন্দ্রের এই সভায় সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা সম্মেলন কেন্দ্রের মোংলা শাখার সভাপতি মিসেস শিউলি আক্তার এবং সার্বিক সহযোগিতায় ছিলেন নারী উদ্যোক্তা সম্মেলন কেন্দ্রের মোংলা শাখার সাধারণ সম্পাদক মুক্তা মোস্তফা।
সভাপতি বক্তব্যে বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এবং উৎসাহিত করতে আমরা সার্বিক সহযোগী করা হবে। সকল নারী উদ্যোক্তাদের যুক্ত করতে প্রচেষ্টা চালানোর জন্য সদস্যবৃন্দকে অনুরোধ জানান এবং সেই সাথে উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নে নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা সম্মেলন কেন্দ্রের মোংলা শাখার সাংগঠনিক সম্পাদক তানিয়া বুলবুল, সহ সম্পাদক কাজী কেয়া, সহ অন্যান্য সদস্যবৃন্দ।