শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চার – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় ট্রাকের ধাক্কায় পানিতে গিয়ে পড়ে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এ সময় বালুবোঝাই ট্রাকটিও গিয়ে পড়ে সিএনজির উপর। এতে সিএনজির ভেতরে পানিতে ডুবে মারা যান চালকসহ ৪ যাত্রী।

শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৫টায় ডোবার ভেতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- সিএনজিচালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৫), রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৩২), অজ্ঞাত নারী (৩৫) ও অজ্ঞাত পুরুষ (৪৫)। দুজনের পরিচয় পাওয়া যায়নি।

ডুমুরিয়া থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, বালুভর্তি ট্রাক এবং যাত্রীবাহী সিএনজি খুলনার দিকে যাচ্ছিল। ট্রাকটি সিএনজির পেছনে ধাক্কা দিয়ে সিএনজিসহ রাস্তার পাশে একটি ডোবার মধ্যে পড়ে যায়। সিএনজির ওপর বালুভর্তি ট্রাক পড়ায় সেটি পানির নিচে ডুবে যায়। সিএনজি থেকে কেউ বের হতে পারেনি। পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির ভেতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ট্রাকচালক রাকিব শেখকে আটক করা হয়েছে। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার মহসীন শেখের ছেলে।