প্রথম দিনেই ক্রেতাদের ভীড়, কেনাকাটায় যেন ধুম পড়েছে। ক্রেতাদের সৌখিন মনের চাহিদা পূরণের লক্ষ্যে রাজশাহী নিউ মার্কেট রোডে হ্যান্ড স্টীজ নামে শো রুম উদ্বোধন করা হয়। রোববার দুপুর ১২ টায় রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ফিতা কেটে উদ্ধোধন করেন।
হ্যান্ড স্টীজ কেনা কাটায় ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৫০% ছাড় দিচ্ছে।
বিশ্বমানের সেবা ও সুন্দর ডিজাইনের ছেলেদের ব্লেজার, মোদী কোট, মুজিব কোট, কাবুলি ড্রেস, গেঞ্জি, শার্ট, টি শার্ট, গ্যাবিটি প্যান্ট, শ্যূট টাই, ফরমাল ড্রেস হ্যান্ড স্টীজ শোরুমে পাওয়া যাচ্ছে।
ক্রেতাদের সেবা প্রদানে ছয় জন প্রতিনিধি থাকছেন। চেঞ্জ রুম, স্টোর রুম,এসি পরিবেশ আর মুগ্ধতা নিয়েই এ শো রুমটি সাজানো হয়েছে।
হ্যান্ড স্টীজ শো রুমটি নগরীর নিউ মার্কেট রোডের এনআরবি ব্যাংকের পার্শ্বে, দোকান নং ১৭৪ ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোরুমের মালিক লিটন বিশ্বাস, শো রুম পার্টনার মোঃ তাজিম বিশ্বাস, ম্যানেজার মোঃ আলম, মোঃ রাশেদুল ইসলাম , রুহিদ হোসাইন ছাড়াও আরও অনেকে।