আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো, এ প্রতিপাদ্যে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্থানীয় জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেণি কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান স্মৃতি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনিরা সুমী, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, শিক্ষার্থী রুমী আক্তার শান্তা প্রমূখ।
সভায় পুষ্টি সমৃদ্ধ, বাল্যবিয়ে প্রতিরোধ, কুড়িতে বুড়ি নয়-বিশের আগে বিয়ে নয়। এসব বিষয়ের সুফল-কুফল সম্পর্কে আলোচনা করা হয়।