বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

শিক্ষার্থী নির্যাতনে হিলিতে ২১ জনের বিরুদ্ধে মামলা – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ অক্টোবর, ২০২১

দিনাজপুরের হিলিতে ২ শিক্ষার্থীকে ছাগল চোর


সন্দেহে নির্যাতন করায় ৬ জন সহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের ভিডিও ভাইরাল, ইউপি সদস্য নাজমুল হোসেন গ্রেপ্তার, বাঁকিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে বিষয়টি জানিয়েছেন হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীম।

তিনি জানান, গত শুক্রবার সকালে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে উপজেলার মোংল্লা বাজারে ঘুরতে যায়। রাস্তার পাশে থাকা একটি ছাগলর পাশে তারা দাঁড়িয়ে থাকে। এসময় এলাকাবাসী তাদের চোর সন্দেহে তাড়া দেয়। তারা ভয়ে মোটসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে। এসময় স্থানীয় ইউপি সদস্য সহ স্থানীয়রা গাছে হাত বেঁধে নির্যাতন করে। পরে সেই নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। তা দেখে ঘটনাস্থল থেকে দুই জন শিক্ষার্থীকে উদ্ধার করি এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় গতকাল সন্ধ্যায় ইউপি সদস্য নাজমুল হোসেন গ্রেপ্তার করি।

তিনি আরও জানান, এঘটনায় শিক্ষার্থী আরিফের বাবা মনিরুল ইসলাম থানায় এসে বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় ৬ জন ও ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করেছি, বাঁকি নির্যাতনকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে।