বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ অক্টোবর, ২০২১

“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৬ অক্টোবর) জাতীয় জন্মনিবন্ধন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন সকালে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো আলী আসলাম জুয়েল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, বালিয়াডাঙ্গী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সোবহান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল সিদ্দিক প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন কর্মকর্তা ইউপি সচিব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।