বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

চাটমোহরের নবাগত এসিল্যান্ড তানজিনা খাতুন এর যোগদান – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)’র নবাগত অফিসার হিসেবে বুধবার দুপুরে (১৩ অক্টোবর) যোগদান করেছেন মোছা. তানজিনা খাতুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে অনার্স মাষ্টার্স সম্পন্নকারী ৩৬তম বিসিএস ক্যাডারের এই অফিসার প্রথমে ২০১৮ সালে সহকারী কমিশনার হিসাবে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে ২০১৯ সালের ফেব্রæয়ারী মাসের ২ তারিখে একই পদে জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জে বদলী হন। চাটমোহরের নতুন এসিল্যান্ড মোছা. তানজিনা খাতুনের গ্রামের বাড়ী ঠাকুরগাঁও জেলা সদরে। তার স্বামী একটি বেসরকারী ব্যাংকে কর্মরত আছেন। তিনি চাটমোহরে কর্মকালীন সময়ে পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. শারমিন ইসলাম চাটমোহরের এসিল্যান্ড হিসেবে মো. ইকতেখারুল ইসলামের স্থলাভিষিক্ত হন। গত ৫ অক্টোবর পদোন্নতিজনিত কারণে বদলী হয়ে নরসিংদীর আরডিসি হিসেবে যোগদান করেছেন তিনি। মোছা. তানজিনা খাতুন তার স্থলাভিষিক্ত হলেন।