ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ বরিশালের হিজলায় ১০ ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান।
তাহসিন রহমান জানান, গতকাল বুধবার দিবাগত রাতে বিসিজি স্টেশন হিজলা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২১’ উপলক্ষে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে টহলদল মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে বিসিজি স্টেশন হিজলায় যাওয়ার পথে রাত সোয়া ১২ টার দিকে ডাকাতের দল তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। এসময় কোস্ট গার্ডের টহলদল হাতেনাতে ১০ ডাকাতকে আটক করে।
সাহিম/বা.বি