শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

কলারোয়ায় যথাযথ মর্যাদায় শহিদ শেখ রাসেল দিবস পালিত হয়েছে – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায় শিশু শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন পালিত হয়েছে।

সোমবার ১৮ অক্টোবর সকাল ৮টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এক আলোচনা সভা, বৃক্ষ রোপন, শিশুদের কুইজ প্রতিযোগিতা ও শিশু রাসেলের জিবনী পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই মাওলানা হাবিবুর রহমান পবিত্র কুরআন তেলওয়াত করেন ও পবিত্র গীতা পাঠ করেন এ আর মহিতোষ কর্মকার।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ জাকির হোসেন, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, জিকেএমকে সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধান উপস্থিত ছিলেন। কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জারিফা বিনতে তোফায়েল শেখ রাসেল এর সংক্ষিপ্ত জিবনী পাঠ করেন, এর পর বিভিন্ন শিশু শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

বক্তাগন শিশু শেখ রাসেলের জন্মদিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন- শিশু রাসেলের কোন দোষ ছিলনা, সে আকুতি করে শুধু বাঁচতে চেয়েছিল। তাকে সেদিন নরপিশাচরা বাঁচতে দেইনি। হত্যা করেছিল বঙ্গবন্ধু সহ তার পরিবারের সবাইকে।এর আগে সকাল ৭টার দিকে শিশু শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন।