কুমিল্লায় পুজা মন্ডপের ঘটনায় জড়িত সন্দেহভাজন ইকবালকে কক্সবাজার থেকে আটক করা হয়েছে। কক্সবাজার পুলিশ গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম গনমাধ্যমকে জানান সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবাল নামে একজনকে রাতে আটক করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে কুমিল্লার পুজা মন্ডপের ঘটনার সাথে জড়িত সেই ইকবাল বলে সন্দেহ করা হচ্ছে। মধ্যরাতে এই রিপোর্ট লেখার সময় জানা গেছে, আটক ইকবালকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান- আটক ব্যাক্তি কুমিল্লার ঘটনার সাথে জড়িত ইকবাল কিনা তা কুমিল্লা পুলিশ নিশ্চিত করবে। তিনি জানান- আটক ব্যক্তি সৈকতে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে আটক করে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাহিম/বা.বি