শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

লক ডাউ‌নের পঞ্চম‌দিন ক্ষতিগ্রস্তদের মা‌ঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন দীনেশ সরকার – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ জুন, ২০২১

কঠোর বিধি-নিষেধ (লকডাউন) এর পঞ্চম দিনে ক্ষতিগ্রস্ত চায়ের দোকানদারদের বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার।

এছাড়াও আজ ভেড়ামারা উপজেলার কোদালিয়া পাড়া, জুনিয়াদহ, রনপিয়া, পৌর বাজার, গোলাপনগর, জগশ্বর, বাহাদুরপুর, কুচিয়ামোড়া, সমিতির মোড়, ক্ষেমিড়দেয়ার, পরানখালী, ধরমপুর, কাঠেরপুল, ফারাকপুর, নতুনহাট, নলুয়া , দলুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করেন এবং মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ৫টি মামলায় মোট ৬৫০০/- অর্থদন্ড প্রদান করেন।

শত কষ্টের মাঝেও ক্ষতিগ্রস্ত চায়ের দোকানদারগণ ত্রাণ সামগ্রী হাতে পেয়ে চরম খুশী হয়েছেন।