শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’  ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগে একটি কেন্দ্রে আগুন – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগে ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ৫০৬ নম্বর কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. বদরুজ্জামান ভুঁইয়া।

তিনি বলেন, ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদের কেন্দ্রের ৫০৬ নম্বর কক্ষে আগুন লাগে। তবে কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগলেও শিক্ষার্থীরা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে বলে জানান অধ্যাপক ড. বদরুজ্জামান ভুঁইয়া।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষ চলবে।

সাহিম/বা.বি