ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বার্ষিক গবেষণা পরিকল্পনা প্রণয়ণ শীর্ষক অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আজ শনিবার (২৩ অক্টোবর) প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, সরকার দেশের মৎস খাতকে এগিয়ে নিতে অত্যন্ত আন্তরিক ।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী বলেন, এদেশের মানুষ কখনও সাম্প্রদায়িকতাকে পশ্রয় দেয়না। যদি কেউ বিভাজন করার অপচেস্টা করে তাদেরকে কিভাবে কঠোর হস্তে দমন করতে হয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানে,বর্তমান সরকার জানে। বাংলাদেশ একটি অসম্প্রাদায়িক রাস্ট্র,এখানে প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার রয়েছে।সা¤প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ হতে হবে।সা¤প্রদায়িক উসকানিদাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, দেশের মৎস খাতকে এগিয়ে নিতে সরকার অত্যন্ত আন্তরিক। গবেষনা ছাড়া কোন ভালো ফলাফল সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস খাতে গবেষনা কাজে বিশেষ বাজেট বরাদ্ধের ব্যবস্থা গ্রহন করেছে।