সুন্দরবন খুলনা রেঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হয় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ও বাস্তবায়ন পরিবীক্ষন বিষয়ে প্রাতিষ্ঠানিক গনশুনানী।
গত শুক্রবার বিকাল ৩ টায় সুন্দরবন খুলনা রেঞ্জের নলিয়ান রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ এর সভাপতিত্বে এতে আলোচনায় বক্তব্য রাখেন দাকোপ-কয়রা সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সহ-সভাপতি অসিত বরন মন্ডল, সাংবাদিক রিয়াছাদ আলী, রেঞ্জ সহযোগী কাজী মাহফুজুল হক, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, কালাবগী স্টেশন কর্মকর্তা মুহাঃ মনিরুল ইসলাম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম, সুতারখালী স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার, আদাচাই টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর আলম, মিজানুর রহমান, শেখ মোঃ মেজবাহ উদ্দিন, সিএমসির সদস্য সাইফুল ইসলাম, খগেন্দ্রনাথ মন্ডল, মোল্যা মনিরুজ্জামান, নাজমা পারভীন, রাফেজা খাতুন, রুদ্রা বিশ্বাস প্রমুখ। বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গনশুনানী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।