রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনাকে নোয়াখালীতে যতন সাহা হত্যা বলে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামে রিমন শীল (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
আজ রবিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, নগরীর কর্ণফুলী থানার শাহী মিরপুরের ফকিন্নির হাট এলাকার বিজয় শীলের ছেলে রিমন। সে পতেঙ্গার বিএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থী।
সাম্প্রতিককালে দেশজুড়ে ঘটে যাওয়া ধর্মীয় সহিংসতাকে আরও বেশি উস্কে দিতে সক্রিয় ছিল একটি চক্র। র্যাবের কড়া নজরদারি ও গভীর অনুসন্ধানে ধরা পড়ে এই গুজবের মূল হোতা রিমন শীল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নগরের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামি রিমন শীল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেশজুড়ে ঘটে যাওয়া ধর্মীয় সহিংসতাকে উস্কে দিতে রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনাকে নোয়াখালীতে যতন সাহা হত্যার ঘটনা বলে ৩১ সেকেন্ডের একটি কোপাকুপির ভিডিও তার ওয়ালে পোস্ট করেন। দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর লক্ষ্যে ও সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে একই ভিডিও তার বন্ধু তালিকায় থাকা হিন্দু ধর্মাবলম্বী বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন। মুহূর্তেই এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, র্যাবের সাইবার ইন্টিলিজেন্স নিবিড়ভাবে অনুসন্ধান করে আসামি রিমন শীলকে শনাক্ত করে। পরে আমরা গোপনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। এ সময় তার কাছ থেকে ঘটনার আলামত হিসেবে স্ক্রিনশট, মোবাইল ফোন এবং তার ব্যবহৃত আইডিটি জব্দ করা হয়েছে।
সাহিম/বা.বি