শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে শাহাবুউদ্দিন মিয়ার মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

তৃতীয় ধাপে ঘোষিত তপশিল অনুযায়ী ২৮ নভেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। দলীয় প্রার্থীদের মধ্যে ৪ নং -বড়পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাহাবুদ্দীন মিয়া মনোনয়ন পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

মনোনয়ন বাতিলের প্রতিবাদে ২৫ অক্টোবর সোমবার দুপুর ১২ টার সময় বালিয়াডাঙ্গী উপজেলা চৌরাস্তা মোড়ে ঐ ইউনিয়নের কিছু মুক্তিযোদ্ধা ও কর্মী-সমর্থক মানববন্ধন ও পথসভা করেছেন। এরপর সংবাদ সম্মেলন করেছেন বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলামের ছোট ভাই অধ্যক্ষ সাদেকুল ইসলাম। মানববন্ধনে যোদ্ধা মুক্তিযোদ্ধা ইউনুস আলী বক্তব্যে বলেন, মনোনয়ন প্রাপ্ত শাহাবুদ্দিন মিয়া একজন রাজাকারের পুত্র, তার পিতা আব্দুল হালিম (হেলিম) মিয়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ভুমিকা পালন করেছে ,এবং বিশেষ ট্রাইবুনালে বিচার হয়েছে। তার মনোনয়ন বাতিলের দাবিতে এ মানববন্ধন করছি। তিনি আরও বলেন, বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম একজন পরীক্ষিত ও ত্যাগী আওয়ামী লীগ পরিবারের সন্তান। তার পিতা মরহুম সামশুল হক বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের একাধিকবারের সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন। তাকে পুনরায় মনোনয়ন দেওয়া হোক। মানববন্ধন কর্মসূচি শেষে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের লিখিতভাবে বক্তব্য পাঠ ও বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যাদেন বর্তমান চেয়ারম্যানের ছোট ভাই বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার নির্বাহী সদস্য ও বালিয়াডাঙ্গী উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক, সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থা অধ্যক্ষ মো. সাদেকুল ইসলাম।