নিখোঁজ হওয়ার ১ দিন পর সিরাজগঞ্জের বেলকুচিতে বাকপ্রতিবন্ধী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশু আদিবা পৌর এলাকার গাড়ামাসী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে।
পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে নিখোঁজ হয় বাকপ্রতিবন্ধী আবিদা। আত্মীয়স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পায়নি। পরে বেলকুচি থানায় নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
আজ শনিবার (২৬জুন) সকালে স্থানীয়রা গাড়ামাসী গ্রামের আব্দুর রহমানের বাড়ির পেছনে একটি ডোবার পানিতে আদিবার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।মরদেহ উদ্ধারের পর তার শরীরে আঘাতের চিহ্ন পায় পুলিশ। পরিবারের ধারণা আবিদাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা গনমাধ্যমকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর শিশুটির মারা যাওয়ার কারণ সম্পর্কে জানা যাবে। এদিকে বাকপ্রতিবন্ধী শিশু আবিদার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।