বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

দ্বিতীয় ম্যাচেও টাইগারদের হার ৮ উইকেটে – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের বুধবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে টাইগারদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা।

এর মধ্য দিয়ে টানা দুই জয়ে বি গ্রুপের শীর্ষে উঠে এলো দলটি। অপরদিকে, দুটো ম্যাচ হেরে সেমিফাইনালে যাওয়ার আশা অনেকটাই কমে এলো বাংলাদেশের।

১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৪.১ ওভারেই ২ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। দলটির পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেছেন জেসন রয়। ওপেনিংয়ে জস বাটলারের সঙ্গে মিলে জয়ের ভিত গড়ে দেন তিনিই। বাটলার করেছেন ১৮ রান। এছাড়া ডেভিড মালান ২৮ ও জনি বেয়ারেস্টো ৮ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশি বোলাররা কোনো সুযোগই তৈরি করতে পারেননি। পুরো সাবলিলভাবে ব্যাটিং করেছেন ইংলিশ ব্যাটাররা। অথচ তার আগেই শুরুতে ব্যাট করতে নেমে টাইগারদের ইনিংসে ধস নেমেছিল। ইংলিশ ব্যাটাররা ক্রিজে নামার পর যেন হঠাৎ করেই আবুধাবির মাঠ ব্যাটিং পিচ হয়ে গেলো!

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
সাহিম/বা.বি