বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার উদ্দ্যেগে এবং ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে দলটির (৪৩) তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৭ অক্টোবর বুধবার সকাল থেকে শুরু হয় এ আয়োজন, প্রতিটি ইউনিয়ন থেকে আসা যুব নেতাদের স্লোগান ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার।
ঠাকুর গাঁও জেলা যুবদলের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি চৌধুরী মুহাঃ মোহেবুল্লার সভাপতিত্বে এবং ঠাকুরগাঁও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ– সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন তুহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও বি এন পির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বি এন পির নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন–বীর মুক্তি যোদ্ধা ও ঠাকুরগাঁও জেলা বি এন পির সহ-সভাপতি মোঃ নুর করিম,জেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক, পয়গাম আলী, জনতার মেয়র ও ঠাকুরগাঁও জেলা বি এন পির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুল হক চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আবদুল গোফরান, সাবেক সভাপতি আবু তাহের দুলাল,সাবেক সাধারণ সম্পাদক আনজামুল হক আরজু, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক, মোঃ আশরাফুল হক, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ হেলাল ও জাহিদ হোসেন সহ যুবদলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা দলের সকল সদস্য কে এক সাথে কাজ করার জন্য আহবান জানান।