শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান–২০২১ পালিত – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি এক সাথে’ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ পালন করা হয়েছে।

১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ পর্যন্ত মাসব্যাপী এই ইঁদুর নিধন অভিযান বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের হলরুমে ২৮ অক্টোবর বৃহস্পতিবার আলোচনা সভা এবং হাতেকলমে ইঁদুর মারার বাস্তব পদ্ধতি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন। সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। আলোচনা সভায় ইঁদুর নিধন পদ্ধতি, ইঁদুর দ্বারা বিভিন্ন কৃষিপণ্যের ক্ষয়-ক্ষতি, জাতীয় কৃষি অর্থনীতিতে ইঁদুরের ক্ষতির প্রভাব এবং ইঁদুর থেকে ফসল রক্ষায় কৃষকদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।