শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

গাইবান্ধার পলাশবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ জুন, ২০২১

গাইবান্ধার পলাশবাড়ীতে মর্চ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ম শ্রেণীর শিক্ষার্থী সৌমিক মন্ডল (১২) এর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৬জুন) দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউপির বুজরুক টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানাযায়, পলাশবাড়ী পৌরশহরের গিরীধারীপুর গ্রামের ব্যবসায়ী হারুন-অর-রশিদের ছেলে সৌমিক। সে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা গ্রামের চাচার বাড়ীতে বেড়াতে যায়। আজ শনিবার দুপুরে অন্যান্য সঙ্গীদের সাথে পার্শ্ববর্তী মর্চ নদীতে গোসল করতে যায়।একপর্যায় পানিতে ডুবে গিয়ে সৌমিক নিখোঁজ হয়।
এসময় পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন টিমসহ স্থানীয়রা সন্ধান করে সৌমিকের ডুবন্ত মরদেহ উদ্ধার করে। সৌমিকের আকস্মিক অকাল মৃত্যুতে এলাকার সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ সাঈদ মো.ইমরান নিশ্চিত করেছেন।