ফরিদপুরের মধুখালীত অবস্থিত দক্ষিণ বঙ্গের সর্ববহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী পরিষদের আয়োজন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টাবর রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা খাদ্য গুদাম চত্বরে ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আলী আকবর শখর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মোং নজরুল ইসলাম, শ্রমিক নেতা আবুল বাশার বাদশা, মোঃ সিদ্দিকী আলী খান, মোঃ রেজাউল হক, মোঃ ফিরাজ মিয়া, সুনীল কুমার সাহা, খন্দকার আসমত আলীসহ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন ফরিদপুর চিনিকলের প্রায় ৩শ শমিক কর্মচারীর গ্রাইচ্যুটি, সরকার ঘোষিত জাতীয় মজুরী কমিশন, মজুরী ও বেতন বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছ প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছ। ৬/৭ বছর অবসর গ্রহন করলেও পাওনা টাকা পাচ্ছে না । পাওনা টাকা না পাওয়ার কারনে ৩শটি পরিবার মানবেতর জীবনযাপন করছে।
মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩শটি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।