শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

পলাশবাড়ীর ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪৪ জন – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। আজ শেষ দিন মঙ্গলবার (২ নভেম্বর) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা তাদের নিজ নিজ মনোয়ন পত্র জমা দিয়েছে।

পলাশবাড়ী নির্বাচন অফিস সুত্রে জানাযায়, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে উপজেলার ৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১১ জন ও সাধারন সদস্য পদে ২৮৬ জন মনোনয়ন জমা দিয়েছে।

চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের ৬, জনজাতীয় পাটি ৬জন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ জনসহ ২৮ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে।

 

 

 

এর মধ্যে হোসেনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন ও সদস্য পদে ৪৪ জন।

মহদীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৩ জন ও সদস্য পদে ৬১ জন।

বেতকাপা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন ও সদস্য পদে ৪৭ জন।

পবনাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও সদস্য পদে ৩৮ জন।

মনোহরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৩ জন ও সদস্য পদে ৫৫ জন।

হরিনানাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০ জন ও সদস্য পদে ৪১জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন।