শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ডিজেলের মূল্যবৃদ্ধিতে শ্রমিক ফেডারেশনের দিকে তাকিয়ে সাতক্ষীরা বাস মালিক সমিতি – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

আকষ্মিক প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধির ফলে বাড়বে বাসভাড়া। তবে সেটি কত নির্ধারণ হবে সেই ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় বাস মালিক-শ্রমিক ফেডারেশনের দিকে তাকিয়ে সাতক্ষীরার বাস-মালিক সমিতি।

সাতক্ষীরা বাস মালিক সমিতির সদস্য সচিব সাইফুল করিম সাবু জানান, ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে বাসভাড়া বাড়বে তবে এটির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সেন্ট্রাল থেকে বিষয় সিদ্ধান্ত নেবেন।

বুধবার (৩ অক্টোবর) পর্যন্ত প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ৬৫ টাকা। বৃহস্পতিবার সেটির মূল্য ১৫ টাকা বৃদ্ধি করে ৮০ টাকা। ঢাকায় মালিক-শ্রমিক সমিতির যৌথ মিটিং হয়েছে বলে জেনেছি। আগামীকাল সারাদেশে বাস চলাচল বন্ধ থাকতে পারে। তবে কেন্দ্র থেকে এখনো কোন নির্দেশনা আমরা পাইনি।