চীন তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আজ শনিবার স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
সিনহুয়া জানিয়েছে, ইয়াওগান-৩৫ পরিবারের অন্তর্ভুক্ত স্যাটেলাইটগুলো লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটগুলো সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
চীনের লং মার্চ সিরিজের ক্যারিয়ার রকেটের ৩৯৬তম মিশন উপলক্ষে ওই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।
সাহিম/বা.বি