শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

আয়ারল্যান্ডে বাস ছিনতাইয়ের পরে আগুন ধরানোর ঘটনা ঘটেছে – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ নভেম্বর, ২০২১

আয়ারল্যান্ডের কাউন্টি এন্ট্রিমে ছিনতাইয়ের পর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে সোমবার বিবিস’র এক প্রতিবেদনে জানাগেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিউটাউন অ্যাবের চার্চ রোডে ভ্যালি লিজার সেন্টারের কাছে স্থানীয় সময় রোববার রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানান, চার ব্যক্তি বাসে উঠে সব যাত্রী ও চালককে নেমে যাওয়ার নির্দেশ দেয়। সবাই নেমে যাওয়ার পর তারা বাসে আগুন ধরিয়ে দেয়।

 

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

 

এই নিয়ে আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো যাত্রীবাহী বাস ছিনতাইয়ের পর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটল।

 

রোববারের ঘটনার পর অবকাঠামো মন্ত্রী নিকোলা ম্যালন বলেন, গণপরিবহন কর্মীদের আবার টার্গেট করা হয়েছে। এই বিষয়টি ‘অসম্মানজনক এবং ঘৃণ্য’।
সাহিম/বা.বি