শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন মালিকদের সঙ্গে রাতে বসছে স্বরাষ্ট্রমন্ত্রী – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ নভেম্বর, ২০২১

বাস মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘট নিরসনে বৈঠকে বসছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এই ঘর্মঘট ডাকে বাস মালিক ও পরিবহন শ্রমিকরা।

আজ সোমবার (৮ নভেম্বর) রাত ৮টায় আবারো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বসছেন ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন করা যানবাহনের মালিক-শ্রমিকরা। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আলোচিত ওই বৈঠক অনুষ্ঠিত হবে।.

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফ মাহমুদ অপু এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা ৭টায় ঢাকায় ফিরবেন। রাত ৮টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রীর সভাপতিত্বে ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহণ যানবাহনের মালিক-শ্রমিকদের সাথে বৈঠক হবে।

গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা বাড়ানো হয়। বাড়তি দামের কারণে ৪ নভেম্বর থেকেই পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দেন মালিকরা।

 

রোববার ভাড়া সমন্বয় করা হলে বাস চলাচল শুরু হয়। কিন্তু ধর্মঘট অব্যাহত রেখেছেন পণ্যবাহী যানবাহন মালিকরা।

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান জানান, জ্বালানি তেলের দাম না কমলে ট্রাক চলবে না। তারা ধর্মঘট চালিয়ে যাবেন। তাদের সাথে কেউ যোগাযোগও করেনি।
সাহিম/বা.বি