শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

আজ জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক জনি – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ জুন, ২০২১

মেহেরপুরের সাংবাদিক মিজানুর রহমান জনি চাঁদাবাজি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। আজ রবিবার জামিনের আবেদন করলে জামিন মুন্জুর করেন মেহেরপুর দায়রা জজ।

জনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণকণ্ঠ ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জেলা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল মেহেরপুর প্রেস’র প্রকাশক ও সম্পাদক।

গত ১৬ এপ্রিল অবৈধভাবে মেহেরপুর ভৈরব নদীর মাটি বিক্রির সংবাদ পরিবেশন করাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় চাঁদাবাজির মামলা হয়। গত ৬ জুন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা না মুন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল মেজিষ্ট্রেট।

জামিনে মুক্ত হয়ে মিজানুর রহমান জনি বলেন, সত্য প্রকাশ করায় আমাকে হয়রানীর উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সঠিক ভাবে তদন্ত পূর্বক এই ষড়যন্ত্রের জাল থেকে আমাকে মুক্তি দেওয়ার এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবী জানাচ্ছি। সেই সাথে সকল সাংবাদিক সমাজের সহযোগীতা কামনা করছি।