মোবাইল অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করেছেন নগরবাউল জেমস ও ব্যান্ড দল মাইলসের হামিন আহমেদ।
আজ বুধবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মামলা করেন করেন তিনি।
আদালত জেমস ও হামিনের করা পৃথক দুটি মামলা আমলে নিয়ে বাংলালিংকের কর্মকর্তাদের হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী তাপস কুমার। এদিন বেলা সাড়ে ১১টার দিকে আদালতে পৌঁছান জেমস।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় অনুমতি ছাড়া নগরবাউল জেমসের ছয়টি গান ব্যবহারের অভিযোগ আনা হয়েছে বাংলালিংকের বিরুদ্ধে। আর ব্যান্ড দল মাইলসের দুটি গান অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ আনা হয়েছে বাংলালিংকের বিরুদ্ধে।
মামলায় বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
সাহিম/বা.বি