মাদক মামলায় গাইবান্ধায় এক নারীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে এ মামলায় ওই নারীর স্বামীকে খালাস দেয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজা পাওয়া আসামির নাম মল্লিকা বেগম। তিনি উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খলসি গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স।
তিনি জানান, মল্লিকা বেগম ও তার স্বামী আইয়ুব আলী মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। ২০১৮ সালের ১৪ জানুয়ারি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় মল্লিকার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও ৩৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা হয়। মামলায় ওই দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্ত শেষে মল্লিকা ও আইয়ুবের বিরুদ্ধে আদালতে অভিযাগপত্র জমা দেয় পুলিশ।
সাহিম/বা.বি