গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব ছালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সাংবাদিক আমিনুল হক ও সহ-সভাপতি পদে মাওলানা শামসুল হক আকন্দ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে পূর্ব ছালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। মাওলানা শামসুল হক আকন্দের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক সেলিম রেজা চৌধুরী, উপজেলা নব্য-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,অভিভাবক সদস্য দিজেন্দ্র চন্দ্র রায়, শিক্ষক নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন, শামিমা আকতার, সীমা আকতার সহ ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক।
সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যের মতামতের ভিত্তিতে সাবেক ইউপি সদস্য বাচ্চা আলী সরকারের পুত্র ও অভিভাবক সদস্য আমিনুল হককে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়। নব-নির্বাচিত সভাপতি আমিনুল হক ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া সহ-সভাপতি পদে মাওলানা শামসুল হক আকন্দ নির্বাচিত হন। নব-নির্বাচিত সভাপতি আমিনুল হক সকল অভিভাবক, শিক্ষকবৃন্দ ও শিক্ষা অফিসারকে ধন্যবাদ জানিয়ে বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে তাদের সহযোগিতা কামনা করেছেন।
জামিরুল/বা.বি