প্রথম ধাপের ইউপি নির্বাচনের দিন সহিংসতায় ৪ জন মারা যান। গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সংঘাত-সহিংসতায় ৭ জন মারা গেছেন, আহত হয়েছেন অসংখ্য মানুষ। দুই ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে আগে-পরে সহিংসতায় মারা গেছেন ২৬ জন। সব মিলিয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ৩৭ জনের প্রাণ গেল। গতকাল নরসিংদীতে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটে।
ইউপি নির্বাচন নিয়ে কিছুদিন ধরেই সংঘাতের বিস্তার ঘটছিল দেশে; এতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর হওয়ার বার্তাও দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও প্রাণহানি ঠেকানো যায়নি। ভোটকেন্দ্র দখলসহ নানা অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট স্থগিতের খবর পাওয়া গেছে। তবে সার্বিক তথ্য এলে এমন কেন্দ্রের সংখ্যা বাড়তে পারে। নরসিংদীর রায়পুরায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত তিনজনের প্রাণ গেছে। কুমিল্লার মেঘনা উপজেলায় দুটি ইউনিয়নে আলাদা সংঘর্ষে মারা গেছে দুজন। কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়িতে নিহত হয়েছে একজন।
মাদারীপুরের কালকিনিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে হাতবোমা বিস্ফোরণ, গোলাগুলি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদরের ইউনিয়ন পরিষদের কয়েকটি কেন্দ্রে চেয়ারম্যান পদের নৌকা প্রতীকে ‘সিল মারা’ ব্যালটে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। জেলার এক জনপ্রতিনিধি নিজে কেন্দ্রে উপস্থিত থেকে ভোটারদের ভোট প্রদানে প্রভাবিত করেছেন। নারায়ণগঞ্জে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে একটি ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রশাসন ও দলীয় নেতারা সহযোগিতা করলে দেশের সকল জেলায় সহিংসতামুক্ত নির্বাচন সম্পন্ন করা সম্ভব।
সাহিম/বা.বি