টাঙ্গাইলের নাগরপুরে বেপরোয়া গতির মোটর সাইকেলের ধাক্কায় বাসন্তী সরকার (৩৭) ঘটনা স্থলে মৃত্যু বরন করেছে।
১২ নভেম্নর শুক্রবার দুপুর ২.৩০ মিনিটের সময় ঢাকা বিভাগের ধামরাইয়ের আটি গ্রামের অরুন সরকারের স্ত্রী বাসন্তী সরকার স্বামী ও ছেলের সাথে উপজেলার বেকড়া ইউনিয়নের বরটিয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে আসার সময় মেঘনা-নাগরপুর সড়কের দক্ষিণ নাগরপুর নামক স্থানে বেপরোয়া গতির মোটর সাইকেলের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে।
এলাকাবাসী দ্রুত বাসন্তীকে উদ্ধার করে সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে এলাকাবাসী মোটরসাইকেল চালক ও মোটরসাইকেলটি আটক করলে, মোটরসাইকেলের চালক ও প্যাসেঞ্জার বাইক রেখে পালিয়ে যায়। পরে নাগরপুর থানা পুলিশ এসে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।