আজ সকালেই ঢাকায় এসে গেছে পাকিস্তান দল। হোম সিরিজের জন্য বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলনও আজ শনিবার (১৩ নভেম্বর) শুরু হয়ে গেছে। বোর্ড পরিচালক, নির্বাচক, কোচরা মিলে লম্বা মিটিং করলেন। তবে মিটিং শেষে আর পাকিস্তান সিরিজের দলটা ঘোষণা করেনি বিসিবি। পিছিয়ে গেছে দল ঘোষণার দিনক্ষণ।
পড়ন্ত বিকেলে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আগামী ১৬ নভেম্বর দল ঘোষণা করা হবে। বিশ্বকাপে চরম ব্যর্থতার পর ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তার চুক্তিও শেষ পর্যায়ে রয়েছে। আসন্ন সিরিজেও এই প্রোটিয়া কোচ থাকবে না। যার নিয়োগ হয়েছিল গ্যারি কার্স্টেনের পরামর্শে। দক্ষিণ আফ্রিকায় কার্স্টেনের একাডেমিতেই কাজ করেন কুক। কার্যত তার সঙ্গে বিসিবির সম্পর্ক এখানেই শেষ হয়ে গেলো।
আগামী জানুয়ারি মাসের মধ্যে জাতীয় দলের কোচিং স্টাফে আরও পরিবর্তন হবে। হেড কোচের পদ থেকে সরিয়ে ফেলা হতে পারে রাসেল ডমিঙ্গোকেও। ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, বোলিং কোচ ওটিস গিবসনকেও একই ভাগ্যবরণ করতে হবে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজটা কঠিন হবে বাংলাদেশের জন্য। এমনটাই মনে করেন আকরাম খান। বিসিবির এ পরিচালক বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে, এটার অন্যতম সেরা দল তারা (পাকিস্তান)। তাদের সঙ্গে আমরা সিরিজ খেলতে যাচ্ছি। আমাদের জন্য কঠিন একটা সিরিজ হবে। আমরা যেন ভালো ক্রিকেট খেলতে পারি, বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি।’
বিশ্বকাপ ব্যর্থতা ও কিছু ক্রিকেটারের ইনজুরির কারণে হোম সিরিজের দলে পরিবর্তন আসবে। আকরাম বলেছেন, ‘আসলে এটা তো পুরোপুরিই নির্বাচকদের ব্যাপার। ওনারা ১৫ তারিখে দল দিলে আমরা তা ১৬ তারিখে দিয়ে দেবো। আর কিছু খেলোয়াড় ইনজুরিতে আছে। তাদের জায়গায় কিছু নতুন খেলোয়াড় দেখতে পাবেন। তাছাড়া দু’য়েকটা পরিবর্তন হতে পারে।’
এদিকে, বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার সাব্বির খান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন বিসিবিতে কাজ করছিলেন তিনি। বিশ্বকাপেও লজিস্টিকস ম্যানেজার ছিলেন। কাজের চাপে হাপিঁয়ে উঠায় বিশ্বকাপে যাওয়ার আগেই পদত্যাগ পত্র দিয়েছিলেন সাবেক এ ক্রিকেটার।
সাহিম/বা.বি