মোংলায় আলহাজ্ব ইসমাইল স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত ০৮ দলীয় ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন বন্ধু মহল ক্রীড়া চক্র বনাম মালগাজী মিশনবাড়ি ক্লাব।
উক্ত খেলায় দ্বিতীয়ার্ধে সজলের দুর্দান্ত এক গোলে ১-০ গোলে মালগাজীকে পরাজিত করে চ্যাম্পিয়ান বন্ধু মহল ক্রীড়া চক্র রেফারির শেষ বাঁশি পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে বিজয়ী বন্ধু মহল এবং রানারআপ মালগাজী মিশন বাড়ি ক্লাব।
উক্ত ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ এবং টুর্ণামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হন বন্ধু মহল ক্রীড়া চক্রের সজল যার একমাত্র গোলে ফাইনালে বিজয়ী বন্ধু মহল, ফাইনাল খেলাটি পরিচালনা করেন সিনিয়র প্লেয়ার এবং অভিজ্ঞ সম্পন্ন রেফারি শহীদুল ইসলাম শহীদ।প্রধান অতিথি হিসেবে ছিলেন যুবলীগের ওয়াসীম আরমান এছাড়াও আরও উপস্থিত ছিলেন,মানিক আহম্মেদ, ছাত্রলীগের রুবেল হোসেন,নাহীদ হোসেন রুবায়েত, শেখ সাগর। খেলা শেষে কমিটি রানারআপ এবং বিজয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেন।