রাজশাহী জেলার গোদাগাড়ী ও তানোর উপজেলায় গত বৃহস্পতিবার ১১ই নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মোট দশ জন এবং স্বতন্ত্র পাঁচ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে গোদাগাড়ী উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে ছয় জন বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে এবং তানোর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন চার জন ও স্বতন্ত্র দুই জন সরন্জয় ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।
গোদাগাড়ী উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন ১. সাত নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ বেলাল উদ্দিন সোহেল,০২. এক নং গোদাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ মাসিউল গণী মাসুদ ০৩. তিন নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ খাইরুল ইসলাম ০৪ পাঁচ নং গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ মজিবর রহমান, ০৫.চার নং রিশিকুল ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ শহিদুল ইসলাম টুলু ০৬. তিন নং পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ জালাল উদ্দিন মাস্টার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছয় নং মাটি কাটা ইউনিয়নের চেয়ারম্যান পদে মোটরসাইকেল মার্কায় ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সোহেল রানা চর আষাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ সানাউল্লাহ ও দুই নং বাসুদেব পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ নজরুল ইসলাম ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলেও রিশিকুল ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ মুখলেসুর মুকুল অভিযোগ করেন তিনি চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন কিন্তু তাকে ফেল দেখানো হয়েছে পক্ষান্তরে শহিদুল ইসলাম টুলু মুখলেসুর রহমান মুকুল এর বক্তব্য প্রত্যাখ্যান করেছে।
এদিকে তানোর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের মধ্যে সরন্জয় ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে বাকি ছয়টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হয়েছে এদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে যারা বিজয়ী হয়েছেন ০১.দুই নং বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ আতাউর রহমান, ০২.এক নং পাচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ আব্দুল মতিন, ০৩.ছয় নং কামারগাঁ ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ ফজলে রাব্বী ফরহাদ ও ০৪. সাত নং বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ মজিবর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক নং কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃ খাদিমুননবী চৌধুরী ওরফে বাবু চৌধুরী ও পাঁচ নং তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ বাবু। ভোট সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হলেও চর আষাড়িয়া দহ ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্রে মেম্বার প্রার্থীর মধ্যে গন্ডগোল হওয়ার কারণে বেশ কয়েক জন মারাত্মক আহত হয়েছে তার মধ্যে কদম শহর দাখিল মাদ্রাসার শিক্ষক ওবায়দুল্লাহ। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় বাসায় রয়েছেন। কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা মার্কায় ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হলেও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন নিয়ে অভিযোগ রয়েছে বলে জানা গেছে। সাত নং দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ব্যাপক ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোঃ বেলাল উদ্দিন সোহেল।