লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় চাঁন মিয়া(৫৮) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের উপজেলার ভাদাই ইউনিয়নের সেনপাড়া শাহিনা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার কিশামত ভেটেশ্বর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হয়ে বাইসাইকেল নিয়ে বন্ধু সিনেমা হলের দিকে যাচ্ছিলেন চাঁন মিয়া। এ সময় পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির বুড়িমারীগামি একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাঁন মিয়া মারা যান।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।