শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

অস্ট্রেলিয়ার ৭টি শহরের ৭টি ভিন্ন ভেন্যুতে আগামী ২০২২ সালের বিশ্বকাপের সবগুলো ম্যাচ হবে। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে সিডনি ও আডিলেডে। আর ফাইনাল হবে ১৩ নভেম্বর ফ্লাডলাইটের নিচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

 

২০২১ বিশ্বকাপের মাত্র ৩৩৫ দিন পর পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ, শুরু হবে ২০২২ এর ১৬ই অক্টোবর। টিম অস্ট্রেলিয়া অবশ্যই নিজ দেশে বিশ্বকাপ জিতে শিরোপা ধরে রাখতে চাইবে। এডিলেড ওভালে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর, ২০২২ এ। এর আগেরদিন ৯ নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

 

 

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ভারত, আফগানিস্তান ও বাংলাদেশ ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ এর সুপার ১২ এ কোয়ালিফাই করেছে। তবে, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে তার জন্য পার হতে হবে প্রথম রাউন্ডের বাঁধা।
সাহিম/বা.বি