ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভূল্লীতে মোবাইল ফোন কিনে না দেওয়ায় পরিবারের উপর অভিমান করে শাকিল (১৬) নামে এক কিশোর আত্নহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৮ই নভেম্বর) দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা ৫ নং বালিয়া ইউনিয়নের ছোট বালিয়া বগুড়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল (১৬) বগুড়া পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই শাকিল তার ভাইয়ের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু বড় ভাই শাকিলকে ভালোভাবে পড়াশুনা করার কথা বলে এবং তার এসএসসি পাশ করার পর ফোন কিনে দেওয়ার আশ্বাস দেয়। এ কারণে অভিমান করে বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ শয়ন কক্ষে সরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শাকিল।
সকালে শাকিলের ঝুলন্ত অবস্থায় লাশ দেখে স্বজনরা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে এ আলম সিদ্দিকী মুক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।