শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হার ৪ উইকেটে – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৭ ওভারে চার উইকেট হারিয়ে কিছুটা পিছিয়ে থাকলেও ফখর জামান ও খুশদিল শাহ’র ব্যাটে ভর করে ৪ বল হাতে থাকতেই জয় তুলে নেয় সফরকারিরা। ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন হাসান আলী।

 

বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা হোঁচট খেলেও ফখর জামান ও খুশদিল শাহ’র নির্ভরযোগ্য ব্যাটিং নৈপুন্যের পর সাদাব খান ও মোহাম্মদ নেওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাবর আজমের দল।

 

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ২টি, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম ১টি করে উইকেট পান।

 

এরআগে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে খুব একটা সুবিধা করতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। শুরু থেকেই উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ১২৭ রানের পুঁজি করে টাইগাররা। আফিফ হোসেন ৩৪ বলে ৩৬, মেহেদী হাসান ২০ বলে ৩০ ও নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২২ বলে ২৮ রানের ইনিংস।

পাকিস্তানের পক্ষে হাসান আলী ৩টি, মোহাম্মদ ওয়াসিম ২টি, সাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ ১টি উইকেট শিকার করেন।
সাহিম/বা.বি